শিরোনাম
অব্যাহতভাবে ফের যমুনা নদীর পানি কমে যাওয়ায় ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের ২১ জেলার প্রবেশপথ পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে যানবাহনের সংখ্যা কমেনি।
ফলে যাত্রীবাহী বাস ও ব্যক্তিগত যানবাহন অগ্রাধিকার ভিত্তিতে ফেরি পারাপার করায় পণ্যবাহী ট্রাকগুলো ২-৩ দিন অপেক্ষা করেও ফেরি পার হতে পারছে না। এতে দুর্ভোগের শিকার হচ্ছেন শত শত শ্রমিক।
মানিকগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের আরিচা পয়েন্টের গ্রেজ রিডার ফারুক হোসেন বলেন, বিগত ৭ দিনে যমুনা নদীর পানি ৩০ সেন্টিমিটার পানি কমেছে।
বিআইডব্লিউসির আরিচা কার্যালয়ের উপব্যবস্থাপক (বাণিজ্য) মহিউদ্দিন রাসেল বলেন, নাব্যতা সংকটের কারণে ফেরি চলাচল মারাত্মক ব্যাহত হচ্ছে। এতে উভয় ঘাটে যানবাহনের তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
মানিকগঞ্জের ট্রাফিক পুলিশের পাটুরিয়া ঘাটের নিয়ন্ত্রণ কক্ষের সর্বশেষ খবর অনুয়ায়ী, মঙ্গল সকাল ১১টার দিকে পাটুরিয়া ঘাটে ব্যক্তিগত ও যাত্রীবাহী বাস, দুই টার্মিনাল, মহাসড়ক সংযোগ মোড় মিলে ৬ শতাধিক যানবাহন ফেরি পারাপারের অপেক্ষায় আছে। তবে ঘাটে পণ্যবাহী ট্রাকের সংখ্যাই বেশি।
অপরদিকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের সংখ্যা বাড়ছে।
সূত্র: দেশ রূপান্তর