শিরোনাম
ইভানা লায়লা চৌধুরীর মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া মামলায় হাইকোর্টে জামিন আবেদন করেছেন তার স্বামী ব্যারিস্টার আবদুল্লাহ মাহমুদ হাসান রুম্মান ও ইমপালস হাসপাতালের চিকিৎসক অধ্যাপক মুজিবুল হক মোল্লা। বুধবার (২৯ সেপ্টেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় তারা এ আবেদন করেন। সূত্র: জাগো নিউজ
বিষয়টি শুনানির জন্য বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ারের কাজলের ভার্চুয়াল বেঞ্চের কার্যতালিকায় রয়েছে।
১৫ সেপ্টেম্বর রাজধানীর পরিবাগ থেকে ইভানার মরদেহ উদ্ধার করে পুলিশ। দুটি ভবনের মাঝখানে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।
এরপর ২৫ সেপ্টেম্বর রাতে শাহবাগ থানায় আত্মহত্যার প্ররোচনায় মামলা করেন ইভানার বাবা এ এস এম আমান উল্লাহ চৌধুরী বাদী।
এতে আসামি করা হয় আবদুল্লাহ মাহমুদ হাসান রুম্মান ও মুজিবুল হক মোল্লাকে।
ইভানা রাজধানীর পরীবাগে অবস্থিত ইংরেজি মাধ্যম স্কুল স্কলাসটিকার ক্যারিয়ার গাইডেন্স কাউন্সিলর ছিলেন।