বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচেও হারল বাংলাদেশ

ফানাম নিউজ
  ০৭ মার্চ ২০২২, ১৭:১৬
আপডেট  : ০৭ মার্চ ২০২২, ১৭:২০

শুরু হয়েছে প্রথম নারী ওয়ানডে বিশ্বকাপ। এবারের বিশ্বকাপ পর্বের দ্বিতীয় ম্যাচেও খেলতে নেমে হারল বাংলাদেশ। বৃষ্টির কারণে ২৭ ওভারে নেমে আসা ম্যাচটিতে টাইগ্রেসদের বিপক্ষে ৯ উইকেটের জয় পেয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। 

এর আগে বিশ্বকাপের অভিষেক ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩২ রানে হারে বাংলাদেশের মেয়েরা।

টাইগ্রেসদের দেওয়া ১৪১ রানের লক্ষ্য তাড়া করে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় কিউইরা। ২০ ওভারে ১ উইকেটে হারিয়ে ১৪৪ রান করে নিউজিল্যান্ড। এর আগে ওপেনার ফারজানা হক পিংকির ফিফটির সুবাদে ৮ উইকেটে ১৪০ রান করে বাংলাদেশ।

লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ৩৬ রানে একমাত্র উইকেটটি হারায় কিউই মেয়েরা। ওপেনার-অধিনায়ক সোফি ডেভিনকে (১৪) বোল্ড করেন সালমা খাতুন। তবে এরপর আর কোনো উইকেট পড়তে দেননি সুজি বেটস (৭৯) ও অ্যামেলিয়া কের (৪৭)। দুজনের ৮১ বলে ১০৮ রানের জুটিতে জয় তুলে নেয় স্বাগতিকেরা।

এর আগে ডানেডিনে টস হেরে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনায় পায় বাংলাদেশ নারী দল। ওপেনিং জুটিতে ৫৯ রান করে তারা। ওপেনার শামীমা সুলতানা বিদায় নেন ৩৬ বলে ৩৩ রান করে। এরপর দ্রুত রান তুলতে গিয়ে ফেরেন অধিনায়ক-উইকেটরক্ষক নিগার সুলতানা জ্যোতি (১১)।

মাত্র ১ রানে বোল্ড হন রুমানা আহমেদ। শোভানা মোস্তারির ব্যাট থেকে আসে ১৩ রান। বেশিক্ষণ দাঁড়াতে পারেননি রিতু মনি (৪)। দলের ষষ্ঠ উইকেট হিসেবে রান আউট হন পিংকি। টাইগ্রেস ওপেনার ৬৩ বলে মাত্র ১ চারে করেন ৫২ রান।

এরপর রান আউট হন সালমা (৯) ও জাহানারা আলম (২)। অপরাজিত ছিলেন লতা মন্ডল (৯) ও নাহিদা আক্তার (০)। কিউইদের হয়ে ৩ উইকেট নিয়েছেন অ্যামি সাটারওয়েট।

সূত্র: দেশ রূপান্তর