শিরোনাম
আইসিসি ওয়ানডে বিশ্বকাপে প্রথমবারের মত সুযোগ পেয়েছে বাংলাদেশের মেয়েরা। নিউজিল্যান্ডে প্রস্তুতি দুটি ম্যাচে হারলেও মূল টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে শুরুটা বেশ ভালো করেছে নিগার সুলতানার দল।
ডানেডিনে দক্ষিণ আফ্রিকাকে ইনিংসের এক বল বাকি থাকতে ২০৭ রানেই গুটিয়ে দিয়েছে বাংলাদেশ। অর্থাৎ প্রথম জয় তুলে নিতে ২০৪ করতে হবে লাল সবুজের প্রতিনিধিদের।
টস হেরে ব্যাট করতে নেমে প্রোটিয়া ব্যাটারদের কেউ হাফসেঞ্চুরিও করতে পারেননি। সর্বোচ্চ ৪২ রান করেন মারিজান কেপ। ৪১ আসে ওপেনার লরা ভলভার্টের ব্যাট থেকে।
বাংলাদেশি বোলাররদের মধ্যে সবচেয়ে সফল ফারিহা তৃষা। ৩৫ রানে ৩টি উইকেট নিয়েছেন তিনি। জাহানারা আলম ও রিতু মনির শিকার দুটি করে উইকেট।
সূত্র: জাগো নিউজ