ইসরাইলের সঙ্গে সম্পর্ক গড়া নিয়ে যা বলল কাতার

ফানাম নিউজ
  ০৪ ফেব্রুয়ারি ২০২২, ০৯:১১

ইসরাইলের সঙ্গে নতুন করে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে চারটি আরব মুসলিম দেশ। এ সপ্তাহেই আরব আমিরাত সফরে গেছেন ইসরাইলের প্রেসিডেন্ট।সব মিলিয়ে মুসলিম দেশগুলোর সঙ্গে শীতল সম্পর্ক স্থাপন করার চেস্টা চালাচ্ছে ইহুদি রাষ্ট্রটি।  

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ দেশ কাতারের সঙ্গেও সম্পর্ক গড়তে চায় ইসরাইল। 

তবে কাতারের পররাষ্ট্রমন্ত্রী সরাসরি জানিয়েছেন, তারা ইসরাইলের সঙ্গে নতুন করে কোনো সম্পর্ক গড়বেন না।

গণমাধ্যম দ্য এক্সোসের করা প্রশ্নের জবাবে কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আল থানি জানান, কাতার ইসরাইলের সঙ্গে আগে কূটনৈতিক সম্পর্ক বজায় রেখেছিল।

কিন্তু ২০০৮-০৯ সালে ফিলিস্তিনের সঙ্গে যুদ্ধ করার পর তারা ইসরাইলের ওপর বিশ্বাস ও আশা হারিয়েছেন। ফলে ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করার ইচ্ছা তাদের নেই। 

তিনি আরো জানান, কাতার ফিলিস্তিনকে সহায়তা করে যাবে। আর যতদিন দুই রাষ্ট্রনীতি গ্রহণ না করা হচ্ছে ততদিন তারা ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক করবেন না। 

এদিকে ১৯৯৬ সালে ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক গড়েছিল কাতার। কিন্তু ২০০৯ সালে ইসরাইলের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করে তারা। 

সূত্র: মিডল ইস্ট আই