আরব আমিরাতকে যে বার্তা দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ফানাম নিউজ
  ০৪ ফেব্রুয়ারি ২০২২, ০৯:১০

আরব দেশগুলোতে ইহুদিবাদী ইসরাইলের উপস্থিতি ওই অঞ্চলের সবগুলো দেশের জন্য হুমকি বলে উল্লেখ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান। 

তিনি বলেছেন, ‘সংকট সৃষ্টিকারী উপাদানগুলো’ যাতে এ অঞ্চলে পা রাখতে না পারে সেজন্য সবার চেষ্টা চালানো উচিত। 

সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ বিন জায়েদ আল-নাহিয়ানের সঙ্গে ফোনালাপে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান এসব কথা বলেন। 

এ ফোনালাপে দ্বিপক্ষীয় সম্পর্ক ও আঞ্চলিক বিষয়াদি নিয়ে তারা কথা বলেছেন বলে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে বার্তা সংস্থা ইরনা জানিয়েছে। 

আরব আমিরাতের সঙ্গে ইরানের সম্পর্ককে ‘ইতিবাচক ও অগ্রসরমান’ বর্ণনা করে ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ সম্পর্ককে আরো এগিয়ে নিতে দু’দেশের কর্মকর্তাদের মধ্যে সাক্ষাৎ ও যোগাযোগের একটি ভালো সংস্কৃতি গড়ে উঠেছে। 

ইয়েমেন সংকট প্রসঙ্গে আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীকে তিনি বলেন, আমরা বিশ্বাস করি যুদ্ধ ও সংঘাত ইয়েমেন যুদ্ধে জড়িত কোনো পক্ষের কিংবা মধ্যপ্রাচ্যের স্বার্থ রক্ষা করবে না।

জবাবে আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা ইয়েমেন যুদ্ধে জড়িত সবগুলো পক্ষকে জাতিসংঘের মধ্যস্থতায় একটি রাজনৈতিক সমাধানে যেতে উৎসাহিত করার চেষ্টা করছি।