শিরোনাম
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে উত্তেজনা নিরসনে বৃহস্পতিবার ইউক্রেন সফরে যান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান।
ইউক্রেনের সঙ্গে রাশিয়ার উত্তেজনা নিরসনের কাজ করার পাশাপাশি দেশটির সঙ্গে বেশ কয়েকটি চুক্তিও করেছেন এরদোগান।
এরমধ্যে অন্যতম হলো ড্রোন উৎপাদনের চুক্তি। এই চুক্তির মাধ্যমে এখন তুরস্কের তৈরি বায়রাকতার টিবি-২ ড্রোন ইউক্রেনে উৎপাদন করা হবে।
এই ড্রোনটি আগে থেকেই ইউক্রেনের কাছে বিক্রি করে আসছে তুরস্ক। এগুলো তুরস্ক তাদের নিজ দেশে তৈরি করে ইউক্রেনে পাঠাত।
এখন তুরস্ক ইউক্রেনের মাটিতে ড্রোন তৈরির একটি কারখানা স্থাপন করবে। সেখানে তুরস্কের কারিগরি সহায়তায় ড্রোন উৎপাদন করা হবে।
এ চুক্তির বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সংবাদ সম্মেলনে জানান, তুরস্ক ও ইউক্রেন তুরস্কের বায়রাকতার টিবি-২ ড্রোন ইউক্রেনেই উৎপাদন করার জন্য চুক্তি করেছে।
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দ্বন্দ্ব দেখা দেওয়ার পর তুরস্ক বিষয়টি নিয়ে চিন্তায় পড়ে যায়। কারণ যুদ্ধ লেগে গেলে তাদের ড্রোন বিক্রির চুক্তিটি ভেস্তে যেতে পারে।
সূত্র: রয়টার্স, ডেইলি সাবাহ