‘দুয়ারে প্রহার’ প্রকল্প চালুর হুমকি তৃণমূল বিধায়কের

ফানাম নিউজ
  ০২ ফেব্রুয়ারি ২০২২, ১৬:১৬

পশ্চিমবঙ্গের সরকারের একটি জনপ্রিয় প্রকল্প ‘দুয়ারে সরকার’। এ প্রকল্পের সুবিধা নিয়ে যারা বিশ্বাসঘাতকতা করবে, তাদের জন্য ‘দুয়ারে প্রহার’ প্রকল্প চালুর হুমকি দিলেন রাজ্যের তৃণমূল সরকারের বিধায়ক উদয়ন গুহ। তাঁর এ মন্তব্য ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে।

মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০১১ সালে বামফ্রন্টকে ৩৪ বছরের শাসন থেকে হটিয়ে ক্ষমতায় আসেন। এর পর থেকে রাজ্যবাসীর কল্যাণের জন্য নানা উন্নয়নমুখী প্রকল্প চালু করেছেন। আর সেসব প্রকল্পের সুফলের পথ ধরে গত বছরের রাজ্য বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে বিজেপিকে পরাজিত করে তৃতীয়বারের মতো ক্ষমতায় আসে তৃণমূল। তৃতীয়বারের মতো এই রাজ্যের মুখ্যমন্ত্রী হন মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে নতুন নতুন কর্মসূচি এবং প্রকল্প চালু করে মানুষের মন জয় করেছেন। মমতার এসব প্রকল্পের মধ্যে উল্লেখযোগ্য ‘দুয়ারে সরকার’ প্রকল্পটি। রাজ্যবাসীকে আর সরকারের দরজায় যেতে হবে না বিভিন্ন সমস্যার সমাধান ও কাজের জন্য। সরকারই চলে আসছে মানুষের বাড়ির দোরগোড়ায়। দুয়ারে সরকার প্রকল্পের পাশাপাশি মমতা চালু করেছেন ছাত্রীদের কন্যাশ্রী প্রকল্প। আরও চালু করেছেন দুয়ারে রেশন, খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, শিক্ষাশ্রী, দুয়ারে টিকা, নারীদের জন্য ‘লক্ষ্মীর ভান্ডার’, পুরুষদের জন্য ‘নারায়ণ ভান্ডার’সহ নানা প্রকল্প। এসব প্রকল্প এই রাজ্যবাসীর মন ইতিমধ্যে জয় করে নিয়েছে।

তৃণমূলের কোচবিহারের দিনহাটা আসনের বিধায়ক উদয়ন গুহ গত রোববার রাতে দিনহাটা শহরে পৌরসভার নির্বাচনের প্রচারে গিয়ে মূলত বিজেপিকে কটাক্ষ করে বিতর্কের জন্ম দিয়েছেন। তিনি বলেছেন, ‘এবার আমাদের প্রকল্পের সুবিধা নিয়ে কেউ বিশ্বাসঘাতকতা করলে আমরা নতুন করে চালু করব “দুয়ারে প্রহার প্রকল্প”। তাই এই প্রকল্পের মুখোমুখি হতে না চাইলে আপনারা সঠিক পথে চলুন। মানুষই বিশ্বাসঘাতকতার পুরস্কার দেবে দুয়ারে প্রহার প্রকল্পের মাধ্যমে।’

উদয়ন গুহ কোচবিহারের তৃণমূলের জেলা সভাপতি। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তিনি বিজেপির প্রার্থীর কাছে হেরে যান। পরে এই আসনের উপনির্বাচনে ফের তিনি জয়ী হন। তাঁর বাবা রাজ্যের সাবেক মন্ত্রী ও ফরোয়ার্ড ব্লক দলের নেতা কমল গুহ।

উদয়ন গুহ বলেন, ‘সরকারের সুযোগ নিয়েছেন, মিটিং–মিছিলে মুখ দেখাচ্ছেন, কিন্তু ভোট দেওয়ার সময় অন্য চিন্তা করছেন। মায়েদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুযোগ দিয়েছে রাজ্য সরকার। আমরা পুরুষদের অনেককেই নারায়ণ ভান্ডারের সুযোগ দিয়েছি। তা নিয়েও কেউ কেউ বিশ্বাসঘাতকা করছেন। তাই তো তাঁদের জন্য নতুন একটি প্রকল্প চালু করা হবে। সেই প্রকল্পের নাম হবে “দুয়ারে প্রহার” প্রকল্প। এই প্রকল্পের মুখোমুখি হতে না চাইলে সঠিক পথে চলুন।’

উদয়ন গুহের এই মন্তব্যের পর কোচবিহারের তৃণমূলের কোনো নেতাই দাঁড়াননি তাঁর পাশে। বরং কোচবিহারের সাবেক মন্ত্রী ও তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষ বলেছেন, এটা দলের কথা নয়। ওনার নিজের কথা। তৃণমূল এ ধরনের মন্তব্যে বিশ্বাসী নয়। তৃণমূল মানুষের কল্যাণের জন্য নিবেদিত। বরং এসব মন্তব্যে দলেরই ক্ষতি হয়।

এদিকে এ মন্তব্যের প্রতিবাদে বিজেপি কোচবিহার সদর থানায় উদয়ন গুহের বিরুদ্ধে মামলা করেছে। বিজেপির বিধায়ক নিখিলরঞ্জন দে বলেছেন, তৃণমূল আসন্ন পৌরসভা নির্বাচনে সন্ত্রাস করে জেতার লক্ষ্যে এসব মন্তব্য করে যাচ্ছে। হুমকি দিচ্ছে প্রতিপক্ষকে। এর জবাব পাবে তারা।