বৈরী আবহাওয়ায়ও অদম্য তাঁরা

ফানাম নিউজ
  ০২ ফেব্রুয়ারি ২০২২, ১৬:০৮

তুষারপাতে চারপাশ সাদা হয়ে গেছে। প্রচণ্ড বেগে বইছে হিমশীতল বাতাস। রীতিমতো তুষারঝড়ে নাকাল জনজীবন। এর মধ্যেই শহরের কেন্দ্রস্থলে জড়ো হয়েছেন একদল মানুষ। তাঁদের মধ্যমণি নতুন বর–বধূর পোশাক পরা এক যুগল। সঙ্গে রয়েছেন একজন যাজক। চরম দুর্যোগের মধ্যেও বসেছে বিয়ের আসর। তুষারঝড়ের মধ্যে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে চার হাত এক করে শোরগোল ফেলে দিয়েছেন অদম্য ওই যুগল।

ঘটনাটি যুক্তরাষ্ট্রের উত্তর–পূর্বাঞ্চলের রোড আইল্যান্ড শহরে। স্থানীয় সময় গত সোমবার মার্কিন সংবাদমাধ্যম এবিসি সিক্স নিউজের এক প্রতিবেদনে এ ঘটনার কথা জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত শনিবার রোড আইল্যান্ডের প্রাদেশিক পাবলিক লাইব্রেরির সামনে এই বিয়ের আসর বসেছিল। ওই সময় শহরটির ওপর দিয়ে বয়ে যাচ্ছিল তুমুল তুষারঝড়। শুধু রোড আইল্যান্ড নয়, গত কয়েক দিনে যুক্তরাষ্ট্রের পুরো উত্তর–পূর্বাঞ্চল ভয়াবহতম বৈরী আবহাওয়ার মুখোমুখি হয়েছে।

ওই যুগলের নাম অ্যাডাম ও স্যালি ইরুজো। স্থানীয় সংবাদমাধ্যমকে তাঁরা জানান, গত ২৯ জানুয়ারি বিয়ের দিনক্ষণ ঠিক করা ছিল অনেক আগে থেকেই। পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে খোলা আকাশের নিচে তাঁরা এই আয়োজন করবেন, এটাও চূড়ান্ত ছিল। তবে বাদ সাধে প্রতিকূল আবহাওয়া। নির্ধারিত দিনের কয়েক দিন আগে থেকে তাপমাত্রা দ্রুত কমতে শুরু করে, শুরু হয় তুষারঝড়। তবে এমন প্রতিকূল পরিবেশে তাঁরা আগে থেকে ঠিক করা আয়োজনে লাগাম টানতে রাজি ছিলেন না। তাই তো তুষারপাতের মধ্যেই বসেছিল এই আয়োজন।

অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওয় দেখা যায়, তুমুল তুষারপাত উপেক্ষা করে বিয়ের আসরে জড়ো হয়েছেন বন্ধু ও স্বজনেরা। বর–বধূর বেশে রয়েছেন অ্যাডাম ও স্যালি। তবে তাঁদের সবার পরনেই ছিল শীতের মোটা পোশাক। এমনকি স্যালি বিয়ের সাদা গাউনের ওপর ভারী ওভারকোট চাপিয়েছেন। অতিথিদের পরনে ওভারকোট, হাতে হাতমোজা, মাথায় টুপি। পরিকল্পনা অনুযায়ী, সাদা বরফ ডিঙিয়ে লাইব্রেরির প্রধান ফটকের সামনে হাজির হয়ে বিয়ের যাবতীয় আয়োজন সম্পন্ন করেছেন এই যুগল।

সংবাদমাধ্যমকে স্যালি বলেন, প্রতিকূল আবহাওয়ার কারণে শুরুতে কিছুটা ভয় পেয়েছিলাম। তবে পরিকল্পনা থেকে সরে আসতে চাইনি। আত্মীয়–পরিজন ও বন্ধুবান্ধবের সঙ্গে পরামর্শ করেছি। তাঁরা সবাই উৎসাহ জুগিয়েছে। পাশে ছিল সাই। আর সবাইকে নিয়েই পরিকল্পনা অনুযায়ী সব কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। দিনটি আমাদের জীবনে স্মরণীয় হয়ে রইবে।