শিরোনাম
ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা গত কয়েকদিন ধরে হামলা চালিয়ে যাচ্ছে আরব আমিরাতে। ১৭ জানুয়ারি বিদ্রোহীরা আবুধাবির বিমানবন্দরের কাছে ড্রোন হামলা করতে সমর্থ হয়।
আর হুথিদের অব্যহত আক্রমণের মুখে ইসরাইলের কাছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সহায়তা চেয়েছিল আরব আমিরাত। কিন্তু নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার গোপন তথ্য ফাঁস হয়ে যাবে এই চিন্তা করে ইসরাইল তা দিতে প্রথমে অস্বীকৃতি জানিয়েছিল।
তবে এখন আরব আমিরাতের প্রস্তাবে সাড়া দিচ্ছে ইসরাইল।
গণমাধ্যম দ্য নিউ আরব জানিয়েছে, ইসরাইল এখন আরব আমিরাতকে এমন একটি যন্ত্র দেবে, যে যন্ত্রটি আরব আমিরাতে কোনো মিসাইল প্রবেশ করলেই সঙ্গে সঙ্গে সতর্ক করে দেবে।
তাছাড়া পরবর্তীতে নিজেদের সবচেয়ে আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমও আরব আমিরাতকে দিতে পারে ইসরাইল।
অবশ্য এক্ষেত্রে ইসরাইল তাদের স্বার্থটাই দেখেছে। কারণ ইসরাইল এখন বুঝতে পারছে যদি আরব আমিরাতকে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা দেয় তাহলে ইরান যদি ইসরাইলকে লক্ষ করে কোনো হামলা করে তাহলে সেটি তারা আগেই জানতে পারবে এবং ঠেকিয়ে দিতে পারবে।
তবে ইসরাইল নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা সহজেই দেবে না। আরব আমিরাতকে ইসরাইলের এই প্রতিরক্ষা ব্যবস্থা কেনার জন্য কয়েক বিলিয়ন ডলার খরচ করতে হবে।
সূত্র: দ্য নিউ আরব