শিরোনাম
ফুটপাতে বসেছিলেন কয়েকজন ছিন্নমূল মানুষ। এ সময় প্রচণ্ড গতির একটি গাড়ি রাস্তা থেকে ফুটপাতে ওঠে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চার নারী প্রাণ হারান। ওই গাড়িটি এক কিশোর চালাচ্ছিলেন বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে।
ভারতের তেলেঙ্গানার করিমনগর জেলায় সোমবার এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। ওই কিশোরের কোনো ড্রাইভিং লাইসেন্স ছিল না বলে জানা গেছে।
এ ব্যাপারে করিমনগরের পুলিশ কমিশনার ভি সত্যনারায়ণ জানান, এই দুর্ঘটনায় ওই কিশোর ও গাড়ির মালিকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৪ নম্বর ধারায় মামলা করেছে পুলিশ। গাড়ির মালিকের সন্ধান চলছে বলেও জানিয়েছেন তিনি।
এদিকে, ভারতের কানপুরের ট্যাটমিল ক্রসরোডে স্থানীয় সময় সোমবার সকালে আরেকটি দুর্ঘটনা ঘটে। একটি ইলেকট্রিক বাস ভিড়ের মধ্যে উঠে গেলে ছয় পথচারীর মৃত্যু হয়।