শিরোনাম
পারমাণবিক ক্ষমতাধর উত্তর কোরিয়া আবারও নতুন করে দুইটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে বৃহস্পতিবার পূর্ব উপকূল থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র দুইটি স্বল্প পাল্লার ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র। এনিয়ে এই মাসে ছয়টি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো পিয়ংইয়ং।
বিশ্লেষকেরা বলছেন, এক মাসে উত্তর কোরিয়ার সবচেয়ে বেশি ক্ষেপণাস্ত্র ছোড়ার ঘটনা এটি। ২০২২ সালে পিয়ংইয়ং নতুন ও কার্যকর অস্ত্র প্রদর্শনের ঘোষণা দেওয়ার পর এসব পরীক্ষা চালানো হয়েছে।
দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ জানিয়েছেন তারা স্থানীয় সময় সকাল আটটায় উত্তর কোরিয়ার পূর্ব উপকূলের কাছে হামহাং এলাকা থেকে ছোড়া দুইটি ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছেন। তাদের দাবি স্বল্প পাল্লার এই ক্ষেপণাস্ত্রগুলো ২০ কিলোমিটার উচ্চতায় ১৯০ কিলোমিটার দূরে আঘাত হানতে পারে।
জাপানের প্রতিরক্ষামন্ত্রী নবুও কিশি জানিয়েছেন, সন্দেহভাজন এসব ক্ষেপণাস্ত্র জাপানের এক্সক্লুসিভ ইকোনোমিক জোনের কিছুটা বাইরে পড়েছে। প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা জানিয়েছেন, তারা এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়ে আরও তথ্য সংগ্রহ করছে। তিনি বলেন, ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রের যেকোনও পরীক্ষাই বিরক্তিকর এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবের লংঘন।
নতুন দুই ক্ষেপণাস্ত্র ছোড়ার আগে উত্তর কোরিয়া এই বছর আরও চারটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। এর মধ্যে দুইটি সুপারসনিক এবং দুইটি ট্যাক্টিক্যাল গাইডেড ক্ষেপণাস্ত্র। এর মধ্যে দুইটি ক্ষেপণাস্ত্র ট্রেন থেকে ছোড়া সম্ভব বলে জানায় পিয়ংইয়ং।