শিরোনাম
ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতে হামলা বৃদ্ধির ঘোষণা দিয়েছে। এরই ধারাবাহিকতায় এবার দেশটির বাণিজ্যকেন্দ্র দুবাইয়ের এক্সপোতে হামলার হুমকি দিয়েছে ইরান সমর্থিত এ গোষ্ঠীটি।
মঙ্গলবার হুতি বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি এ হুশিয়ারি দেন। এর আগে চলতি সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে কয়েক দফায় হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা।
ইয়াহিয়া সারি বলেন, ইয়েমেনের ওপর যদি সংযুক্ত আরব আমিরাতের ধ্বংসাত্মক হামলা বন্ধ না হয় তাহলে দুবাই এক্সপো-২০২০ পরবর্তী লক্ষ্য বস্তু হতে পারে। খবর ইরনার।
টুইটার পোস্টে হুতিদের মুখপাত্র আরও বলেন, ‘আমরা আপনাদেরকে পরামর্শ দিচ্ছি আপনারা আপনাদের গন্তব্য পরিবর্তন করুন, না হলে ক্ষতিগ্রস্ত হবেন।’
গত ১৭ ও ২৪ জানুয়ারি দুই দফা সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি এবং দুবাইয়ের ওপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালিয়েছে হুতিরা। ভয়াবহ ওই হামলায় ভারতের দুই নাগরিকসহ মোট তিনজন নিহত হন।
ইরান সমর্থিত গোষ্ঠীর ধারাবাহিক হামলা বন্ধে আন্তর্জাতিক গোষ্ঠীর মনোযোগ আকর্ষণ করে সৌদি আরব জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতি হুতিদের আগ্রাসনমূলক ব্যবহারের ইতি টানার আহ্বান জানিয়েছে।
বিশ্লেষকরা বলছেন, সৌদি জোটের অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাত ইয়েমেনে হুতিদের স্বার্থে আঘাত হানায় তারা আমিরাতে এমন হামলা চালাচ্ছেন। সাম্প্রতিক হামলায় বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ দেশ আরব আমিরাতের নাজুকতা বেরিয়ে এসেছে বলেও বিশ্লেষকরা মত প্রদান করেন।