শিরোনাম
নয়া দিল্লির ইন্ডিয়া গেটে নেতাজির হলোগ্রাম মূর্তির উদ্বোধন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, নেতাজি সম্পর্কিত ফাইল উন্মোচন করতে পেরেছে সরকার এটা আমাদের সৌভাগ্যের। নেতাজি ব্রিটিশ শক্তির কাছে কোনওদিন মাথানত করেননি। এই যে নেতাজির মূর্তি তা গণতান্ত্রিক মূল্যবোধকে উৎসাহিত করবে, পাশাপাশি আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে। খবর হিন্দুস্তান টাইমসের।
খবরে বলা হয়, ভারতের মহানায়কের জন্মবার্ষিকীতে শ্রদ্ধার্ঘ্য জানাতে গিয়ে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নেতাজির বাণী স্মরণ করেন তিনি। দিল্লির বুকে নেতাজির মূর্তি কার্যত দিশা দেখাবে আগামী প্রজন্মকে এমনটাই উঠে এসেছে মোদীর বক্তব্যে।
নরেন্দ্র মোদি মোদি বলেন, ‘বিশ্বের কোনও শক্তি নেই ভারতকে নড়াতে পারে’- এমনটাই বলেছিলেন নেতাজি।
ভারতের প্রধানমন্ত্রী বলেন, ২০৪৭ সালের আগে নতুন ভারত তৈরির লক্ষ্যমাত্রা নিয়েছে আমাদের সরকার। স্বাধীনতার ১০০ বছরে এটাই অঙ্গীকার হবে।
এদিকে নেতাজির মূর্তি কেন এতদিন বসেনি তা নিয়ে ইতিমধ্যেই মোদি সরকারকে ইঙ্গিত করে বক্তব্য দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি রাজ্যের চাপেই দিল্লিতে মূর্তি করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।