ফ্রান্সে হিজাব নিষিদ্ধের বিরুদ্ধে নারী আন্দোলনকারীদের প্রতিবাদ

ফানাম নিউজ
  ২৪ জানুয়ারি ২০২২, ১১:২৬

সব ধরনের খেলাধুলায় নারীর মাথায় হিজাব পরিধান নিষিদ্ধ করে ফ্রান্সের সিনেটে যে আইন পাস হয়েছে তার বিরোধিতা করেছে নারী অধিকার আন্দোলনগুলো।

ফ্রান্সের পার্লামেন্ট গত সপ্তাহে একটি আইন সংশোধন করেছে, যেখানে যে কোনো অনুষ্ঠান বা খেলাধুলায় ‘ধর্মীয় নিদর্শন পরিধান’ নিষিদ্ধ করা হয়েছে। মিডল ইস্ট আইয়ের।

ফ্রান্সের মানবাধিকারকর্মী মারিয়া ডি কার্টেনা বলেন, মুসলমানদের বিশ্বাস, উপাসনা, সংস্কৃতি এবং রাজনৈতিক অভিব্যক্তি প্রকাশের অধিকার দমনের উদ্দেশ্যে এই আইন সংশোধনের চেষ্টা করা হয়েছে।

তিনি আরও বলেন, ফ্রান্সে ইসলাম-আতঙ্ক ছড়ানোর প্রচেষ্টা যে প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে এটি তার প্রমাণ।

উগ্র ডানপন্থি সংসদ সদস্যদের পক্ষ থেকে সংশোধনী বিলটি উত্থাপন করা হয়েছিল। প্রস্তাবিত বিলে দাবি করা হয়, মাথায় হিজাব পরা হলে নারী ক্রীড়াবিদদের নিরাপত্তা বিঘ্নিত হবে। এ ছাড়া খেলাধুলায় দুই প্রতিযোগীর পোশাকে সমতা আনার বিষয়টিও উত্থাপন করা হয়।

সর্বোপরি হিজাবকে মুসলিম নারীরা তাদের ধর্মীয় পোশাক হিসেবে ব্যবহার করেন বলে এটিকে ‘ধর্মীয় নিদর্শনের’ আওতায় ফেলে এটিকে নিষিদ্ধ করা হয়েছে।

ফ্রান্সের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের ১৬০ সদস্য ইসলামবিরোধী এ বিলের পক্ষে এবং ১৪৩ সদস্য এটির বিপক্ষে ভোট দিয়েছেন।