চলতি বছর কমছে বৈশ্বিক সম্পত্তি

ফানাম নিউজ
  ১২ অক্টোবর ২০২২, ২৩:৫৮

২০২২ সালে বৈশ্বিক হাউজহোল্ড সম্পত্তির উল্লেখযোগ্য সংকোচন দেখা যাবে। ২০০৮ সালের অর্থনৈতিক সংকটের সময়ও একই ধরনের প্রবণতা দেখা যায়। আন্তর্জাতিক আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান আলিয়াঞ্জ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। খবর ব্লুমবার্গের।

বুধবার (১২ অক্টোবর) প্রকাশিত বৈশ্বিক সম্পত্তির প্রতিবেদনে গবেষকরা জানিয়েছেন, পরপর তিন বছর সম্পত্তি বাড়ার পর এ বছর দুই শতাংশ কমতে যাচ্ছে।

আলিয়াঞ্জের প্রতিবেদনে বলা হয়, কঠোর আর্থিকনীতির কারণে বাজার ও অর্থনীতিতে চাপ বাড়ছে। এতে হাউজহোল্ড সম্পত্তির পরিমাণ কমবে।

করোনা মহামারির পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে অর্থনৈতিক পুনরুদ্ধারের কাজ বাধাগ্রস্ত হচ্ছে। কারণ জ্বালানি ও খাদ্যপণ্যের দাম বেড়ে আকাশচুম্বী হয়েছে। ফলে কেন্দ্রীয় ব্যাংকগুলো ঋণের বিপরীতে সুদের হার বাড়িয়েছে ব্যাপকভাবে।

মার্কিন ফেডারেল রিজার্ভ ব্যাংক টানা তৃতীয়বারের মতো মূল সুদের হার তিন-চতুর্থাংশ বা শূন্য দশমিক ৭৫ শতাংশ পয়েন্ট বাড়িয়ে তিন থেকে তিন দশমিক দুই পাঁচ শতাংশ পর্যন্ত করেছে, যা ২০০৮ সালের পর সর্বোচ্চ।