শিরোনাম
ভূমধ্যসাগরের সিরিয়ী উপকূলে অভিবাসীবাহী একটি নৌকাডুবে ৯৪ জনের মৃত্যু হয়েছে। তারা একটি বোটে করে লেবানন থেকে যাত্রা করছিল বলে জানিয়েছে সিরিয়ার সরকার। খবর আল বার্তা সংস্থা রয়টার্সের।
সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নৌকাডুবিতে নিহতের সংখ্যা বেড়ে ৯৪ জনে দাঁড়িছে।
সিরিয়ার পরিবহন মন্ত্রণালয় বেঁচে যাওয়াদের উদ্ধৃত করে বলেছে, গত মঙ্গলবার লেবাননের উত্তর মিনিয়েহ অঞ্চল থেকে ১২০ থেকে ১৫০ জন অভিবাসী নিয়ে নৌকাটি ছেড়ে আসে। পথিমধ্যে নৌকাটি ডুবে গেলে এই হতাহতের ঘটনা ঘটে। এটি লেবানন থেকে এখনও পর্যন্ত সবচেয়ে প্রাণঘাতী সমুদ্রযাত্রা।
সাগরপথে অবৈধভাবে সিরিয়া, লেবানন ও ফিলিস্তিনের নাগরিকরা ইউরোপে পাড়ি দেওয়ার প্রবণতা অনেক বেশি। উন্নত জীবনের আশায় প্রায় সময় নৌকায় করে ইউরোপে উদ্দেশে রওনা হয়। এতে প্রাণ হারাচ্ছেন অনেকে।
লেবাননের পরিবহন মন্ত্রী আলী হামিহ বলেছেন, ডুবে যাওয়া নৌকাটিতে প্রায় ৪৫ জন শিশু ছিল বলে জানা গেছে। যাদের মধ্যে কেউ বেঁচে নেই।
মোস্তফা মিস্তোর এক লেবানিজ। তিনি স্ত্রী ও তিন সন্তান নিয়ে ডুবে যাওয়া নৌকাটিতে ছিলেন। এখন তিনি ছাড়া আর কেউ বেঁচে নেই বলে বিলাপ করছিলেন।
তিনি কান্নাজড়িত কণ্ঠে বলছিলেন, এই পৃথিবীতে ঈশ্বর ছাড়া আমার আর কেউ নেই।