লুহানেস্কের গ্রাম দখল করল ইউক্রেনের সেনারা

ফানাম নিউজ
  ২১ সেপ্টেম্বর ২০২২, ০৯:২৪

ইউক্রেনের দোনবাসের লুহানেস্কের নির্বাসিত গভর্নর সেরহি হাইদাই মঙ্গলবার বলেছেন, ইউক্রেনের সেনারা লুহানেস্কের বিলোহোরিভকা গ্রামটি পুনর্দখল করেছে।এখন তারা রুশ সেনাদের হটিয়ে পুরো লুহানেস্ক নিজেদের দখলে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। 

গ্রামটি লিসিচান্সক শহর থেকে ১০ কিলোমিটার দূরে অবস্থিত। গত জুলাইয়ে তুমুল লড়াইয়ের পর এ লিসিচান্সক শহরটি দখল করেছিল  রুশ সেনারা। 

লুহানেস্কের গভর্নর টেলিগ্রামে লিখেছেন, এখানে প্রত্যেক সেন্টিমিটার জায়গায় লড়াই হবে। শত্রুরা (রুশ সেনারা) তাদের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করছে। তাই আমরা সহজেই সেখানে ঢুকে পরব না। 

এদিকে লুহানেস্ক এবং এর পাশের অঞ্চল দোনেৎস্ক নিয়ে গঠিত হলো দোনবাস প্রদেশ। 

রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছিল দোনবাস দখল করাই তাদের প্রধান লক্ষ্য। 

রাশিয়ার দাবি, দোনবাসে বাস করা রুশ ভাষাভাষীদের ওপর নির্যাতন ও গণহত্যা চালাচ্ছিল ইউক্রেনের সেনারা। ফলে সেখানে থাকা রুশ ভাষাভাষীদের তারা স্বাধীন করবে। 

বর্তমানে দোনবাসের পুরো লুহানেস্ক ও দোনেৎস্কের বেশিরভাগ অংশের দখল রয়েছে রুশ সেনাদের হাতে। 

সূত্র: আল জাজিরা