ইউক্রেন যুদ্ধ বন্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে তুরস্ক : এরদোগান

ফানাম নিউজ
  ২১ সেপ্টেম্বর ২০২২, ০৯:১৯

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, ইউক্রেন যুদ্ধ বন্ধে তার দেশ অন্যতম ‘প্রধান খেলোয়াড় হিসেবে অবতীর্ণ হয়েছে।’ কৃষ্ণসাগর দিয়ে খাদ্যশস্য পরিবহণে তুরস্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। 

মঙ্গলবার জাতিসংঘের ৭৭তম অধিবেশনে এক ভাষণে তুর্কি প্রেসিডেন্ট এসব কথা বলেন। খবর আলজাজিরার।

এরদোগান বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে সংকট তৈরি হয়েছে। আমরা এই সংকটের বিরুদ্ধে যুদ্ধ করছি। একইসঙ্গে আমরা আমাদের অবস্থান স্পষ্ট করেছি।

তুরস্কের প্রেসিডেন্ট বলেন,  আমরা বরাবরই সংঘাত নিরসনে কূটনীতির ওপর গুরুত্বারোপ করেছি। সংকট সমাধানে সংলাপের কথা বলেছি।

তিনি বলেন, ইউক্রেন যুদ্ধ সমাপ্তির জন্য আমরা ‘ব্যাপক প্রচেষ্টা’ চালিয়ে যাচ্ছি। ইউক্রেনসহ সব দেশের যেন আঞ্চলিক অখণ্ডতা বজায় থাকে সেটা হাতে রেখেই এই প্রচেষ্টা চলছে।