সরবরাহ নিয়ে উদ্বেগ, আন্তর্জাতিক বাজারে বাড়লো তেলের দাম

ফানাম নিউজ
  ১৯ সেপ্টেম্বর ২০২২, ১০:৪৫

সরবরাহ নিয়ে উদ্বেগের কারণে আবারও আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে। গত ডিসেম্বরে রাশিয়ার ওপর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার জেরে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে আন্তর্জাতিক বাজারে। ফলে বৈশ্বিক মন্দার আশঙ্কা করা হচ্ছে। এর আগে সপ্তাহজুড়ে তেলের দাম স্থিতিশীল ছিল।

সোমবার (১৯ সেপ্টেম্বর) সকালে তেলের দাম বেড়েছে। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, সোমবার (১৯ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকাল ৬টা ৪৯ মিনিটে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের বেঞ্চমার্ক ব্রেন্টের দাম ১ দশমিক ১৫ বা ১ দশমিক ৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯২ দশমিক ৫০ মার্কিন ডলারে দাঁড়িয়েছে।

অপরদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআিই) দাম ব্যারেলপ্রতি ১ দশমিক শূন্য পাঁচ শতাংশ বা ১ দশমিক ২ শতাংশ বেড়েছে। যেখানে আগে ছিল ৮৬ দশমিক ১৬ ডলারে।

যে উভয় তেলের দাম, ফেডারেল রিজার্ভের সুদের হার বৃদ্ধির কারণে বৈশ্বিক প্রবৃদ্ধি মন্থর করতে পারে এমন উদ্বেগের কারণে গত সপ্তাহে ১ শতাংশ এরও বেশি কম ছিল।

চীনে ১ কোটি ১০ লাখের বেশি লোকের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর চেংডুতে কোভিড বিধিনিষেধ শিথিল করার করা হয়েছে। ফলে বিশ্বের দ্বিতীয় বড় গ্রাহক দেশটির চাহিদা সম্পর্কে উদ্বেগ প্রশমিত হয়েছে। বেইজিং নতুন নিয়ম জারি করার পর চীনের পেট্রল ও ডিজেল রপ্তানিও বেড়েছে।

বিশ্ব অর্থনীতির ভবিষ্যত নিয়ে প্রশ্ন থাকা সত্ত্বেও, কুয়েত পেট্রোলিয়াম কর্পোরেশনের (কেপিসি) প্রধান নির্বাহী বলেছেন, এখনো কোনো পরিবর্তন ছাড়াই একই দামে এবং পরিমাণে চাহিদা রয়েছে গ্রাহকদের।

উপসাগরীয় রাষ্ট্রটি বর্তমানে ওপেক কোটা অনুযায়ী প্রতিদিন ২ দশমিক ৮ মিলিয়ন ব্যারেল তেল উৎপাদন করছে।

বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম এখনো ডলারের ওপর নির্ভর করে। যদিও রাশিয়া ইউক্রেন আগ্রাসনের পর রুবলে তেল বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। ফলে আন্তর্জাতিক তেলের বাজারে এক ধরনের অস্থিরতা চলছে গত ছয় মাস ধরে।

সূত্র: রয়টার্স