শিরোনাম
ওয়েস্টমিনস্টার অ্যাবেতে স্থানীয় সময় সোমবার বেলা ১১টায় অনুষ্ঠিত হবে রানি দ্বিতীয় এলিজাবেথের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া।
রানির জন্মদিনের স্বীকৃত পাওয়া ২০০ কর্মী এবং স্বেচ্ছাসেবক উপস্থিত থাকবেন।
রাজকীয় গার্ড সকাল ৮.৩০ মিনিটে রানির কফিনে নজরদারি শুরু করবে যেটি শেষ হবে ৮.৩০ মিনিটে।
সকাল ৯টায় বিগ বেন ঘড়িতে বড় হাতুড়ি দিয়ে জোরে আঘাত করে ঘণ্টা বাজানো হবে।
সকাল ১০টা ৩৫ মিনিটে ওয়েস্টমিনস্টার প্রাসাদ থেকে ওয়েস্টমিনস্টার অ্যাবে পর্যন্ত কফিনের পেছনে শোক মিছিল হবে।
ওয়েস্টমিনস্টার অ্যাবেতে পৌঁছাবে ১০টা ৫২ মিনিটে।
রানির কফিনটি রয়্যাল ভল্টে নামানোর সঙ্গে সঙ্গে একটি বিলাপ বাজবে।
শেষকৃত্য শুরু হবে বেলা ১১টায়। এ সময় ওয়েস্টমিনস্টারের ডিন এবং ক্যান্টারবারির আর্চবিশপের নেতৃত্বে এক ঘণ্টা টেলিভিশনে সরাসরি দেখানো হবে। ধারণা করা হচ্ছে ১০ লক্ষাধিক দর্শক এটি দেখবেন। এ সময় অ্যাবেতে প্রায় দুই হাজার অতিথি উপস্থিত থাকবেন।
বেলা ১১টা ৫৫ মিনিটে পুর জাতি দুই মিনিটের নীরবতা পালন করবে। দুপুর ১২টা শেষকৃত্য সম্পন্ন হবে।
দুপুর ১২টা ১৫ মিনিটে কফিনসহ রাজকীয় অন্ত্যেষ্টি মিছিলটি পার্লামেন্ট স্কয়ার, হোয়াইট হল, কনস্টিটিউশন হিল এবং মল হয়ে দুপুর ১টায় ওয়েলিংটন আর্চে পৌঁছাবে।
শোভাযাত্রাটি ৩.১৫ মিনিটে পৌঁছাবে সেন্ট জর্জ’স চ্যাপেলে।
জজ’স চ্যাপেলে বিকাল ৪টায় উইন্ডসরের ডিন টেলিভিশন কমিটাল সার্ভিস শুরু করবে। এ সময় ইম্পেরিয়াল স্টেট ক্রাউন, রাজদণ্ড এবং সার্বভৌম গোলকটি কফিনের ওপর থেকে সরানো হবে।
সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে রাজা তৃতীয় চার্লস এবং রানির নিকটতম পরিবারের সদস্যরা পারিবারিকভাবে দাফনের জন্য রাজা ষষ্ঠ জর্জ’স চ্যাপেলে ফিরে আসবেন।
এ সময় নতুন রাজা তৃতীয় চার্লস তার মায়ের কফিনের ওপর মাটি ছড়িয়ে দেবেন। এর মাধ্যমে রানির শেষকৃত্য সম্পন্ন হবে।