শিরোনাম
গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন তুরস্কের ওপর চাপ দিচ্ছে, যেন রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা কার্যকরে সক্রিয় হয় তারা।
পশ্চিমারা এখন পর্যন্ত রাশিয়ার ওপর যেসব নিষেধাজ্ঞা আরোপ করেছে সেগুলোতে যুক্ত হয়নি তুরস্ক।
ফিনান্সিয়াল টাইমস তাদের প্রতিবেদন আরও জানিয়েছে, তুরস্কের যেসব ব্যাংক রাশিয়ার মির পেমেন্ট ব্যবস্থার সঙ্গে যুক্ত আছে তাদের ওপর নজরদারি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র।
গণমাধ্যমটি আরও জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়ন বিষয়টি নিয়ে তুরস্কের সঙ্গে সরাসরি কথা বলার জন্য ও নিজেদের উদ্বিগ্ন হওয়ার বিষয়টি তুরস্ককে জানাতে তাদের দুইজন প্রতিনিধিকে পাঠাতে যাচ্ছে।
এদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধে নিরপেক্ষ অবস্থানে আছে তুরস্ক। শুধু তাই নয় দুই দেশের মধ্যে বিভিন্ন বিষয়ে মধ্যস্থতা করার কাজও করছে তারা। তাছাড়া তুরস্ক ইউক্রেনের অখণ্ডতার পক্ষেও কথা বলে থাকে।
গত জুলাইয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের চেষ্টায় রাশিয়া-ইউক্রেনের মধ্যে শস্য চুক্তি হয়। এর মাধ্যমে কৃষ্ণ সাগর দিয়ে ফের ইউক্রেনের উৎপাদিত শস্য বৈশ্বিক বাজারে যাওয়া শুরু করে।
সূত্র: দ্য নিউ আরব