শিরোনাম
মার্কিন প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট উইন্ডোজ ১১তে নতুন ‘ফ্লুয়েন্ট’ ইমোজি এনেছে। অপারেটিং সিস্টেমটিতে বেশকিছু বাগের সমাধান করতে এবং নতুন ইমোজি যোগ করতে আপডেট উন্মুক্ত করেছে। শুরুতে ৩ডি ইমোজি’র কথা বললেও উইন্ডোজ ১১ যোগ হচ্ছে ২ডি ইমোজি।
উইন্ডোজ ১১-তে সদ্য যোগ হওয়া ইমোজিগুলোর মধ্যে আলোচিত ‘ক্লিপি’ ইমোজিও আছে। নতুন করে ডিজাইন করে ইমোজিটিতে আরও উজ্জ্বল রং ব্যবহার করা হলেও উপস্থাপনা ৩ডি না হওয়ায় ইমোজিটি প্রত্যাশা অনুযায়ী নজরে পড়ার মতো হয়নি বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। মাইক্রোসফট বলছে, ‘নতুন ইমোজিগুলো শুধু উইন্ডোজ ১১-তে পাওয়া যাবে এবং এগুলো ২ডি।’ ছরের শুরুতে মাইক্রোসফট যে ৩ডি ইমোজি দেখিয়েছিল তা আদৌ উইন্ডোজ ১১-তে আসবে কি না সে বিষয়টি পরিষ্কার নয়।
মাইক্রোসফটের কালার ফন্ট ফরম্যাটের কারিগরি সীমবদ্ধতা ৩ডি ইমোজির অনুপস্থিতির কারণ হতে পারে বলে জানিয়েছে সাইটটি। অ্যাপল ইমোজি রেন্ডার করার জন্য বিটম্যাপ ব্যবহার করলেও মাইক্রোসফট এ কাজে ভেক্টর ব্যবহার করে, যাতে ইমোজির ডিজাইনগুলো ‘সমতল’ হলেই সুবিধা হয়।