শিরোনাম
হঠাৎ করেই উধাও মেটার জনপ্রিয় তিন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ম্যাসেঞ্জার, ইনস্টাগ্রাম। উদ্বেগ-উৎকণ্ঠায় কোটি কোটি ব্যবহারকারী। সবাই জানতে চাইছে, ফেসবুক কর্তৃপক্ষ কী বলে?
ঠিক সেসময় যেন আড়মোড়া ভাঙলেন মেটার প্রধান মার্ক জাকারবার্গ। নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে লিখলেন, ‘চিল গায়েজ, কয়েক মিনিট অপেক্ষা করুন, সবকিছু ঠিক হয়ে যাবে।’
এর আগে বাংলাদেশ সময় মঙ্গলবার (৫ মার্চ) রাত সোয়া ৯টার দিকে হঠাৎ ফেসবুকে বিভ্রাট দেখা দেয়। হঠাৎ করেই ব্যবহারকারীদের আইডি স্বয়ংক্রিয়ভাবে লগআউট হয়ে পড়ে। পুনরায় পাসওয়ার্ড দিয়ে লগইন করতে গেলেও তা সম্ভব হচ্ছে না।
বাধ্য হয়ে নিজের আইডি হ্যাকারের কবলে পড়লো কি না, তা নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠায় পড়েছেন। ব্যবহারকারীরা একে-অপরের কাছে খোঁজ নিচ্ছেন।
এদিকে, যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি মেইল এক প্রতিবেদনে জানিয়েছে, বিশ্বব্যাপী মেটার সার্ভার ডাউন হয়ে পড়েছে। এতে ফেসবুক, ম্যাসেঞ্জার এবং ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা সামাজিক যোগাযোগমাধ্যম থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন।
মেটার একটি নির্ভারযোগ্য সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, মেটার অভ্যন্তরীণ সিস্টেম আগেই ডাউন হয়ে পড়ে। বিশ্বব্যাপী সেটার প্রভাব পড়েছে মঙ্গলবার। ব্যবহারকারীদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। দ্রুত তারা এ সমস্যা কাটিয়ে ওঠার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।