শিরোনাম
গুগলের জনপ্রিয় ফিচার গুগল ম্যাপ এখন পুরোবিশ্বকে হাতের মুঠোয় এনে দিয়েছে। বিশ্বের কোনো শহর কিংবা রাস্তা এখন আর অচেনা নয়। এমনকি ঘরে বসেই গুগল ম্যাপের মাধ্যমে ঘুরে আসতে পারেন বিশ্বের বিভিন্ন স্থান। আপনার বাড়ির লোকেশনও যুক্ত করতে পারেন গুগলে।
খুব সহজেই কাজটি করা যায়। আপনার বাড়ি, দোকান কিংবা প্রতিষ্ঠানের লোকেশন গুগল ম্যাপে যুক্ত করতে পারবেন। এতে কাউকে রাস্তা একে আপনার বাড়ি চেনাতে হবে না। গুগলেই তিনি লোকেশন দেখে নিতে পারবেন।
>> গুগল ম্যাপ অ্যাপটি আপনার মোবাইল ফোনে সাইন ইন করুন।
>> কন্ট্রিবিউশন অপশন থেকে মিসিং প্লেস অপশনটিতে ক্লিক করুন।
>> এরপর উপরের নামের ঘরে বাড়ির যে স্থানটি যুক্ত করতে চান, সেই নামটি দিন।
>> এরপর চাইলে বাড়ির ছবি যুক্ত করতে পারেন।
>> প্রয়োজনীয় তথ্যগুলো দিয়ে সাবমিট করুন।
* লোকেশনটি ম্যাপে যুক্ত করার জন্য উপরের সেন্ড আইকনে ক্লিক করতে হবে। এরপর একটি মেইলে জানিয়ে দেওয়া হবে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে আপনার অ্যাড্রেসটি রিভিউ করে গুগল ম্যাপে যুক্ত করা হবে। যদিও ২৪ ঘণ্টার আগেই অ্যাড্রেসটি গুগল ম্যাপে যুক্ত হয়ে যাবে।
সূত্র: বিজনেস ইনসাইডার