কোভিড ভ্যাকসিন: সর্বাধিক বিক্রিত ওষুধের তালিকায় শীর্ষে ফাইজার

ফানাম নিউজ
  ০৯ ফেব্রুয়ারি ২০২২, ১৪:২৪

এযাবৎকালে ফার্মাসিউটিক্যাল পণ্যের মধ্যে একবছরে সবচেয়ে বেশি বিক্রিত ওষুধের মধ্যে শীর্ষ অবস্থানে রয়েছে ফাইজার-বায়োএনটেক। ২০২১ সালে ৩৬.৮ বিলিয়ন ডলারের কোভিড-১৯ ভ্যাকসিন বিক্রি করেছে টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠানটি। 

শীর্ষ বিক্রিত অন্যান্য ওষুধপত্রের সঙ্গে বড় ধরনের পার্থক্য রেখেই শীর্ষস্থানটি দখল করেছে ফাইজার। দ্বিতীয় অবস্থানে আছে আরেক ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান হিউমিরা। ২০.৭ বিলিয়ন ডলারের ফার্মাসিউট্যাল পণ্য বিক্রি করে প্রতিষ্ঠানটি শীর্ষ তালিকায় জায়গা করে নিয়েছে।

চলতি বছর ফাইজার ৩২ বিলিয়ন ডলার সমমূল্যের ভ্যাকসিন বিক্রি করতে পারবে বলে আশা করছে ফাইজার কর্তৃপক্ষ। ভ্যাকসিন ছাড়াও ফাইজারের রয়েছে অ্যান্টিভাইরাল কোভিড পিল প্যাক্সলোভিড। পিল থেকে ফাইজার আরও ২২ বিলিয়ন ডলার আয় করবে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: দ্য গার্ডিয়ান

স্বাস্থ্য এর পাঠক প্রিয়