ময়মনসিংহ মেডিক্যালের করোনা ইউনিটে আরও ৫ মৃত্যু

ফানাম নিউজ
  ০৩ ফেব্রুয়ারি ২০২২, ১১:৫৮

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ জন মারা গেছেন। মারা যাওয়াদের মধ্যে একজন করোনা পজিটিভ ছিলেন। বাকিরা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

পাঁচ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সকালে তিনি জানান, মারা যাওয়া রোগীদের মধ্যে টাঙ্গাইলের এক রোগী করোনা পজিটিভ ছিলেন। এছাড়া ময়মনসিংহ জেলার চার রোগী উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলেন।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৫ জন রোগী ভর্তি হয়েছেনে। বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৭৫। এরমধ্যে আইসিইউতে চিকিৎসা নিচ্ছেন ৮ জন।

এদিকে জেলার সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ৭৪৫টি নমুনা পরীক্ষায় ২৪৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩২.৮৮ শতাংশ। এ পর্যন্ত জেলায় করোনা পজিটিভ রোগীর সংখ্যা ২৫ হাজার ৪০১ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ২২ হাজার ৩৭৫ জন।

সূত্র: বাংলা ট্রিবিউন

স্বাস্থ্য এর পাঠক প্রিয়