চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত সহস্রাধিক 

ফানাম নিউজ
  ৩০ জানুয়ারি ২০২২, ১১:৩৩
আপডেট  : ৩০ জানুয়ারি ২০২২, ১১:৫৯

চট্টগ্রামে একদিনের ব্যবধানে গত ২৪ ঘণ্টায় আবারও করোনা শনাক্তের সংখ্যা হাজার ছাড়িয়েছে। এদিন নতুন করে আরও ১ হাজার ১১৫ জন করোনা রোগী পাওয়া গেছে। শনাক্তের হার ২৭ দশমিক ৪২ শতাংশ। তবে শনাক্তের সংখ্যা বাড়লেও আক্রান্তের হার আগের দিনের তুলনায় কমেছে শূন্য দশমিক ৩৫ শতাংশ।

রোববার (৩০ জানুয়ারি) সকালে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত তথ্যে এসব খবর জানা গেছে।

তথ্যমতে, চট্টগ্রামের সরকারি-বেসরকারি ১২টি ল্যাবে সর্বমোট ৪ হাজার ৬৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাতে ১ হাজার ১১৫ জনের ফলাফল পজিটিভ আসে। এদের মধ্যে ৭৯৪ জন নগরীর আর ৩২১ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। তবে একটানা চারদিন পর দ্বিতীয় দিনের মতো এদিনে করোনায় আক্রান্ত হয়ে কোনো রোগীর মৃত্যু হয়নি।

উপজেলার ৩২১ জনের মধ্যে এদিন সর্বোচ্চ ৭১ জন শনাক্ত হয়েছে রাউজানে। এ ছাড়া হাটহাজারীতে ৬৮ জন, লোহাগাড়ায় ৬, সাতকানিয়ায় ৬, বাঁশখালীতে ৬, আনোয়ারায় ৫, চন্দনাইশের ৫, পটিয়ায় ৪০, বোয়ালখালীতে ১৮, রাঙ্গুনিয়ায় ৪২, ফটিকছড়িতে ২২, মিরসরাইয়ে ২২, সীতাকুণ্ডে ৬ ও সন্দ্বীপ উপজেলায় ৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এদিন কর্ণফুলী উপজেলায় কোন রোগী করোনায় শনাক্ত হয়নি।

এর আগে গতকাল শনিবার শনাক্ত হয়েছিল ৮০৯ জন এবং হার ছিল ২৭ দশমিক ৭৭ শতাংশ। এ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা ১ লাখ ১৯ হাজার ১১৭ জনে এসে দাঁড়িয়েছে। এদের মধ্যে ৮৬ হাজার ৮৭৯ জন নগরীর বাসিন্দা। বাকি ৩২ হাজার ২৪৮ জন বিভিন্ন উপজেলার। আর মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৫৪ জনে। এদের মধ্যে নগরীর ৭৩০ জন আর ৬২৪ জন বিভিন্ন উপজেলার।

সূত্র: আরটিভি

স্বাস্থ্য এর পাঠক প্রিয়