শিরোনাম
একসঙ্গে করোনার দুই ডোজ টিকা দেওয়া হয়েছিল ১২ বছর বয়সী এক মাদ্রাসাশিক্ষার্থীকে। ওই শিক্ষার্থী সুস্থ আছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। পাশাপাশি আগামীতে যাতে এমন ভুল না হয় সে জন্য টিকা কেন্দ্রগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়। এর আগে গত শনিবার সকাল ১০টায় হ্নীলা ইউনিয়ন পরিষদের (ইউপি) উচ্চ বিদ্যালয়ের অস্থায়ী টিকা কেন্দ্রে ওই শিক্ষার্থীকে দুই ডোজ টিকা দেওয়া হয় বলে অভিযোগ করে তার পরিবার।
ফেসবুকে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ভুল করে এক মাদ্রাসাশিক্ষার্থীকে করোনার দুই ডোজ দেওয়া হয়েছিল। বিষয়টি জানার পর স্থানীয় স্বাস্থ্য বিভাগ ওই শিক্ষার্থীর স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষা করে। বর্তমানে সে সুস্থ আছে।
ভবিষ্যতে যাতে এমন ভুল না হয় সে জন্য স্বাস্থ্য অধিদপ্তর টিকা কেন্দ্রগুলোকে সতর্ক করেছে। পাশাপাশি এ বিষয়ে দ্রুত সুনির্দিষ্ট নির্দেশনা জারি করা হবে বলে ফেসবুকে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
সূত্র: প্রথম আলো