শিরোনাম
কোভ্যাক্স সুবিধার আওতায় যুক্তরাষ্ট্র বাংলাদেশকে আরও ১৭ লাখ ৮০ হাজার ফাইজারের টিকা উপহার দিয়েছে। এ নিয়ে যুক্তরাষ্ট্রের কাছ থেকে উপহারের মোট ১ কোটি ৮৫ লাখ টিকা পেল বাংলাদেশ।
রোববার (১৯ ডিসেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার এক বিবৃতিতে বলেন, আমরা বাংলাদেশকে ফাইজারের টিকার আরেকটি চালান দিতে পেরে গর্বিত। বাংলাদেশে যত বেশি সম্ভব টিকা দেওয়ার গতি বজায় রাখতে সাহায্য করছি আমরা। এ বছরের শেষ দিকে ৪০ শতাংশ মানুষকে টিকা দেওয়ার লক্ষ্য পূরণে যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে থাকবে বলেও জানান রাষ্ট্রদূত।
বিশ্বব্যাপী করোনা মোকাবিলায় প্রতিশ্রুতির একটি অংশ হিসেবে ২০২২ সালের মধ্যে বিশ্বজুড়ে ফাইজারের এক বিলিয়ন ডোজ টিকা দেবে যুক্তরাষ্ট্র।