মৃত্যু কমেছে ৩১ শতাংশ

ফানাম নিউজ
  ২৫ অক্টোবর ২০২১, ১৯:৪৮

গত সপ্তাহে করোনার নমুনা পরীক্ষা, নতুন শনাক্ত হওয়া রোগীর সংখ্যা, করোনাতে আক্রান্ত হয়ে সুস্থ হয়ে ওঠা এবং করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু তার আগের সপ্তাহের তুলনায় সবই কমেছে।

সোমবার ( ২৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতর করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে সাপ্তাহিক বিশ্লেষণে এ তথ্য জানা গেছে।

অধিদফতর জানায়, গত ১৮ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত করোনার নমুনা পরীক্ষা হয়েছে এক লাখ ২৭ হাজার ২২৮টি। তার আগের সপ্তাহে (১১ অক্টোবর থেকে ১৭ অক্টোবর) নমুনা পরীক্ষা হয়েছিল এক লাখ ৪২ হাজার ৭২৬টি। অর্থাৎ নমুনা পরীক্ষার হার কমেছে ১০ দশমিক নয় শতাংশ।

গত সপ্তাহে রোগী শনাক্ত হয়েছেন দুই হাজার ২০৪ জন আর তার আগে সপ্তাহে শনাক্ত হয়েছিলেন তিন হাজার ১২৯ জন। রোগী শনাক্ত হবার হার কমেছে ২৯ দশমিক ছয় শতাংশ। গত সপ্তাহে রোগী সুস্থ হয়েছেন তিন হাজার ৪৬৫ জন আর তার আগের সপ্তাহে সুস্থ হয়েছিলেন চার হাজার ২৯ জন, রোগী সুস্থ হবার হার কমেছে ১৪ শতাংশ।

আর গত সপ্তাহে করোনাতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৫ জন, তার আগের সপ্তাহে মারা গিয়েছিলেন ৮০ জন। অর্থাৎ মৃত্যুর হার কমেছে ৩১ দশমিক তিন শতাংশ। সূত্র: বাংলা ট্রিবিউন

স্বাস্থ্য এর পাঠক প্রিয়