কানের লতিতে ভাঁজ পড়া যে কঠিন রোগের ইঙ্গিত দেয়

ফানাম নিউজ
  ০৫ জানুয়ারি ২০২৩, ০৭:৩৫

কানের লতিতে ভাঁজ পড়ে অনেকেরই। তবে এ নিয়ে তেমন কেউ মাথা ঘামান না। বিশেষ করে মধ্যবয়স্ক বা বয়স্কদের কানের লতিতে ভাঁজ দেখা যায়। একে ফ্রাঙ্কের চিহ্নও বলা হয়। এই চিহ্ন কিন্তু শারীরিক গুরুতর সমস্যার ইঙ্গিত দেয়।

যদিও বিজ্ঞানীরা জানেন না যে, ঠিক কী কারণে কানের লতিতে ভাঁজের সৃষ্টি হয়। তবে এই ভাঁজ থাকলে চিকিৎসকের পরামর্শ নিন। কারণ এটি হতে পারে হৃদরোগের লক্ষণ।

বিশেষজ্ঞদের মতে, অস্বাস্থ্যকর জীবনধারা, অনিয়ন্ত্রিত জীবনযাপন, মানসিক উদ্বেগ সব মিলিয়েই বাড়ছে উচ্চ রক্তচাপের মতো সমস্যা। এই উচ্চ রক্তচাপের হাত ধরেই শরীরে বাসা বাঁধছে হৃদরোগ। ঝুঁকি বাড়ছে হার্ট অ্যাটাকের।

চিকিৎসকরা জানাচ্ছেন, হার্ট অ্যাটাকের আগাম ইঙ্গিত হিসেবে কানের লতি কুঁচকে যাওয়া কিংবা কান নীল হয়ে যাওয়াসহ কানে ব্যথার মতো কিছু উপসর্গ দেখা দিতে পারে।

অনেকেই বিষয়টি এড়িয়ে যান। তবে হার্ট অ্যাটাক প্রতিরোধ করতে হলে এর আগাম সব লক্ষণ জেনে রেখে সতর্ক থাকতে হবে।

তবে শুধু কানের উপসর্গগুলো নয়, এর সঙ্গে যদি বুকে ব্যথা থাকে তাহলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

সিডিসি’র তথ্য অনুসারে, হার্ট অ্যাটাকের লক্ষণগুলো পুরুষ ও নারীর ক্ষেত্রে আলাদা হতে পারে। তবে দু’ক্ষেত্রেই সাধারণ একটি উপসর্গ হলো বুকে ব্যথা।

এর সঙ্গে নারীদের ক্ষেত্রে অন্যান্য আরও কিছু সাধারণ লক্ষণ প্রকাশ পায় যেমন- বমি ভাব, শ্বাসকষ্ট, পিঠ বা চোয়ালের ব্যথা ইত্যাদি।

হার্ট অ্যাটাকের অন্যান্য লক্ষণগুলো হলো-

১. বুকের বাম দিকে চিনচিনে ব্যথা
২. বুকে চাপ ও
৩. অস্বস্তি ইত্যাদি।

এমন লক্ষণ দেখলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

স্বাস্থ্য এর পাঠক প্রিয়