শিরোনাম
করোনা রোধে আগামী ১১ অক্টোবর থেকে জেলা-উপজেলা পর্যায়ে শিশুদের টিকা দেওয়া শুরু হচ্ছে।
শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে এক অনুষ্ঠানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ড. মো. আনোয়ার হোসেন হাওলাদার এ তথ্য জানান।
তিনি বলেন, আগামী ১১ অক্টোবর থেকে ৫ থেকে ১১ বছরের শিশুদের (প্রাথমিকের শিক্ষার্থী) পৌরসভা পর্যায়ে টিকা কার্যক্রম শুরু হবে। এর মাধ্যমে বাকি শিশুদেরও টিকার আওতায় আনা হবে।
হাওলাদার বলেন, অনেকের মধ্যেই করোনা প্রকোপ বেড়ে গেলে টিকা নেওয়ার নেওয়ার প্রবণতা বেড়ে যায়। এই মানসিকতা পরিবর্তন করতে হবে।
তিনি বলেন, যারা করোনায় যারা মারা যাচ্ছেন, তাদের অধিকাংশই টিকা নেয়নি। টিকা না নিয়ে করোনা আক্রান্ত হয়ে তারা ঝুঁকিতে চলে যাচ্ছেন।