ডেঙ্গু রোগী বাড়ছে ঢাকায়

ফানাম নিউজ
  ১৭ আগস্ট ২০২২, ১১:১৩

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক দিনে এ বছরের সর্বোচ্চ ১২৮ জন রোগীর হাসপাতালে ভর্তির রেকর্ড হয়েছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশের বিভিন্ন হাসপাতালে এসব রোগী ভর্তি হয়। তাদের মধ্যে ঢাকা শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১০৮ জন, যা এক দিনে মোট রোগী ভর্তির ৮৪ শতাংশ। বাকি ২০ জন ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এ সময় আরও একজন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুর তথ্য অনুযায়ী, গত ১৪ আগস্ট ডেঙ্গুতে আক্রান্তের এ বছরের সর্বোচ্চ রেকর্ড হয়। সেদিন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয় ১১৬ জন। এর আগে এ বছরের তৃতীয় সর্বোচ্চ ৯৯ জন ভর্তির রেকর্ড ছিল গত ২৬ জুলাই। এমনকি এক দিন আগেও গত ১৫ আগস্ট বছরের চতুর্থ সর্বোচ্চ ৯৬ জন রোগী ভর্তির রেকর্ড হয়েছে।

ডেঙ্গুর তথ্য বিশ্লেষণ করে আরও দেখা গেছে, এ বছর এখন পর্যন্ত সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছে ঢাকা শহরে। এ বছরের জানুয়ারি থেকে গতকাল মঙ্গলবার পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৩ হাজার ৯৮৩ জন। তাদের মধ্যে ঢাকা শহরেই ভর্তি হয়েছে ৩ হাজার ৩১৮ জন, যা মোট ভর্তি রোগীর ৮৩ শতাংশ। অবশিষ্ট ৬৬৫ জন বা ১৭ শতাংশ রোগী ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।

 এ বছর ডেঙ্গুতে মারা গেছে ১৭ জন। তাদের মধ্যে ৭ জন বা ৪১ শতাংশই ঢাকার ও বাকি ১০ জন ঢাকার বাইরের।

এখন পর্যন্ত এ বছর মাসে সবচেয়ে বেশি ১ হাজার ৫৭১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে গত জুলাইয়ে। সেই মাসে দৈনিক গড় রোগীর সংখ্যা ছিল ৫১ জন। সে হিসাবে চলতি আগস্ট মাসের গত ১৬ দিনেই দৈনিক গড় রোগীর এ বছরের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। গত ১৬ দিনে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ১ হাজার ৩২৩ জন এবং দৈনিক গড় রোগীর সংখ্যা ছিল ৮৩ জন।

এ বছর ডেঙ্গু রোগীর ভর্তির তৃতীয় সর্বোচ্চ রেকর্ড হয়েছে গত জুনে। সেই মাসে ভর্তি হয়েছে ৭৩৬ জন, যা দৈনিক গড় হিসাবে ছিল ২৪ জন। মে মাসে ভর্তি রোগীর সংখ্যা ছিল ১৬৩, এপ্রিলে ২৩, ফেব্রুয়ারি ও মার্চে ২০ জন করে। তবে বছরের শুরুতে জানুয়ারি মাসে ভর্তি রোগীর সংখ্যা ছিল ১২৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বুলেটিনে জানানো হয়, ২৪ ঘণ্টায় ঢাকার বাইরে সবচেয়ে বেশি ১৬ জন রোগী ভর্তি হয়েছে চট্টগ্রাম বিভাগে। তাদের আটজন কক্সবাজার এবং ছয়জন ব্রাহ্মণবাড়িয়া জেলার। এছাড়া ময়মনসিংহ বিভাগে দুজন, খুলনা ও বরিশাল বিভাগে একজন করে ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছে।

বর্তমানে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ৪২৪ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছে। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ৩৬১ জন। অন্যান্য বিভাগে ৬৩ জন চিকিৎসাধীন।

স্বাস্থ্য এর পাঠক প্রিয়