বিশ্বে একদিনের ব্যবধানে শনাক্ত কমেছে দেড় লাখ

ফানাম নিউজ
  ২৭ জুন ২০২২, ০৯:০৭

করোনাভাইরাসে বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ২ লাখ ৮৩ হাজার ৭১৬ জন আক্রান্ত হয়েছেন। অর্থাৎ আগের দিনের তুলনায় শনাক্ত কমেছে দেড় লাখের বেশি। এ ছাড়া করোনায় নতুন করে আরও ৪৯১ জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ আগের দিনের তুলনায় তিন শতাধিক কম।

সোমবার (২৭ জুন) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।

এর আগে গতকাল (২৬ জুন) ৮২৬ জনের মৃত্যু এবং ৪ লাখ ৪২ হাজার ৩৮৫ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছিল।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৫৪ কোটি ৮৯ লাখ ৩৫ হাজার ৩৯৩ জন। মৃত্যু হয়েছে ৬৩ লাখ ৫০ হাজার ৭৬৫ জনের।

এদিকে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৪৮ হাজার ৪৫৬ জন আক্রান্ত হয়েছে ইতালিতে। মৃত্যুর তালিকায় শীর্ষে তাইওয়ান। দেশটিতে মারা গেছেন ১৩৪ জন।

এ ছাড়া যুক্তরাষ্ট্রে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৮৪০ জন এবং মারা গেছেন ৯ জন। ব্রাজিলে মারা গেছেন ৪১ জন এবং আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৬৭৯ জন। রাশিয়ায় মারা গেছেন ৫৫ জন এবং আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৪ জন। উত্তর কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৯৩০ জন এবং মারা গেছেন ৭৩ জন। অস্ট্রেলিয়ায় আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ৬৪৮ জন এবং মারা গেছেন ২৬ জন। থাইল্যান্ডে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৩৭৮ জন এবং মারা গেছেন ১৭ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

স্বাস্থ্য এর পাঠক প্রিয়