দেশে টানা ১৬ দিন ধরে বাড়ছে করোনা

ফানাম নিউজ
  ১৭ জুন ২০২২, ১৭:০০
আপডেট  : ১৭ জুন ২০২২, ১৭:০১

চলতি মাসের দুই তারিখ থেকে দেশে টানা করোনা শনাক্ত বাড়েই। এরমধ্যে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৪৩৩ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়।

এ ছাড়া ২ জুন ২২ জন, ৩ জুন ২৯ জন, ৪ জুন ৩১ জন, ৫ জুন ৩৪ জন, ৬ জুন ৪৩ জন, ৭ জুন ৫৪ জন, ৮ জুন ৫৮ জন, ৯ জুন ৫৯ জন, ১০ জুন ৬৪ জন, ১১ জুন ৭১ জন, ১২ জুন ১০৯ জন ও ১৩ জুন ১২৮ জন, ১৪ জুন ১৬২ জন, ১৫ জুন ২৩২ জন এবং ১৬ জুন ৩৫৭ জনের দেহে করোনা শনাক্ত হয়।

শুক্রবার (১৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ৯০১টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৬ হাজার ৯০৫টি নমুনা। এরমধ্যে ৪৩৩ জনের করোনা শনাক্ত হয়। তবে কারও মৃত্যু হয়নি।

নতুন নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৬ দশমিক ২৭ শতাংশ। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৬ শতাংশ।

দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১৯ লাখ ৫৫ হাজার ৪২৭ জন। মৃত্যু হয়েছেন ২৯ হাজার ১৩১ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ লাখ ৫ হাজার ৭১১ জন।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম করোনায় একজনের মৃত্যু হয়।

স্বাস্থ্য এর পাঠক প্রিয়