করোনা সংক্রমণ আবার এক শর বেশি

ফানাম নিউজ
  ১৩ জুন ২০২২, ১৯:৪৪

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ বাড়ছে। সোমবার সকাল আটটা পর্যন্ত ১২৮ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। টানা দ্বিতীয় দিন এক শর বেশি করোনা রোগী পাওয়া গেল। তবে এ সময়ে কারো মৃত্যু হয়নি।

এর আগে গত ২৫ মার্চ ১০২ জনের করোনা শনাক্ত হয়। আগের দিন ১০৯ জনের করোনা শনাক্ত হয়েছিল।

সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে মোট ৬ হাজার ৬৬৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ১ দশমিক শূন্য ৯১ শতাংশ। আগের দিন এই হার ছিল ২ দশমিক শূন্য ৬ শতাংশ।

শনাক্ত রোগীদের মধ্যে ১১৯ জন ঢাকার। এর বাইরে চট্টগ্রামে ৭ জন ও রাজশাহীতে ২ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়েছে। বাকি বিভাগগুলোতে কোনো করোনা রোগী শনাক্ত হয়নি।
 
সংক্রমণের শুরু থেকে এখন পর্যন্ত দেশে ১৯ লাখ ৫৪ হাজার ১১৫ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫ হাজার ৩৩৭ জন। আর মৃত্যু হয়েছে ২৯ হাজার ১৩১ জনের।

দেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনার সংক্রমণ শনাক্ত হয়। একই মাসের ১৮ তারিখে প্রথম একজনের মৃত্যুর খবর প্রকাশ করা হয়।

স্বাস্থ্য এর পাঠক প্রিয়