মাঙ্কিপক্সে আক্রান্ত নন, হাসপাতাল ছাড়লেন সেই তুর্কি নাগরিক

ফানাম নিউজ
  ১০ জুন ২০২২, ১৯:১৩

মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে ভর্তি হওয়া তুর্কি নাগরিক মাঙ্কিপক্স ভাইরাসে আক্রান্ত নন। তার নমুনা পরীক্ষায় রিপোর্ট নেগেটিভ এসেছে এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে তার মাঙ্কিপক্সের কোনো লক্ষণ ধরা পড়েনি।

শুক্রবার (১০ জুন) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন সংক্রামক ব্যাধি হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মিজানুর রহমান।

তিনি বলেন, গত ৭ থেকে ৯ জুন পর্যন্ত তিন দিন মাঙ্কিপক্স সন্দেহে তুরস্কের ওই নাগরিককে আইসোলেশনে রেখে পর্যবেক্ষণ করা হয়। তাকে পর্যবেক্ষণ করেন এই হাসপাতালের চিকিৎসক, কুর্মিটোলা জেনারেল হাসপাতালের চর্মরোগ বিশেষজ্ঞ এবং ঢাকা মেডিকেল কলেজের ডার্মাটোলজি বিভাগের দুজন চিকিৎসক। তার দেহে মাঙ্কিপক্সের লক্ষণ শনাক্ত হয়নি। তবে তার যে উপসর্গ পাওয়া গেছে, সেগুলো পুরোনো চর্মরোগের।

এ ছাড়া আইইডিসিআরের (রোগতত্ত্ব ও রোগ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠান) পরীক্ষায়ও নেগেটিভ রিপোর্ট পাওয়া গেছে বলেও জানান ডা. মিজানুর রহমান।

তিনি বলেন, বৃহস্পতিবার (৯ জুন) তুরস্কের ওই নাগরিক ছাড়পত্র পেয়ে হাসপাতাল ত্যাগ করেছেন।

প্রসঙ্গত, গত ৭ জুন দুপুর ২টায় তার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ওই ব্যক্তি বাংলাদেশে আসেন। ঢাকা বিমানবন্দরে যাত্রী স্ক্রিনিংয়ের সময় বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তারা ৩২ বছর বয়সী ওই তুর্কি নাগরিকের শরীরে মাঙ্কিপক্সের লক্ষণ সন্দেহ করেন। পরে তাকে মহাখালী সংক্রামক রোগ হাসপাতালে পাঠানো হয়।

সূত্র: আরটিভি

স্বাস্থ্য এর পাঠক প্রিয়