আজও মৃত্যুহীন দেশ, শনাক্ত ১৯

ফানাম নিউজ
  ০৬ মে ২০২২, ১৭:৫১

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১৯ জন। 

এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১৯ লাখ ৫২ হাজার ৭৬৬ জন। আর মোট মৃত্যু ২৯ হাজার ১২৭ জন।

শুক্রবার (৬ মে) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৫৮ জন। এ নিয়ে দেশে মোট ১৮ লাখ ৯৭ হাজার ৪৬ জন করোনা থেকে সুস্থ হলো। দৈনিক শনাক্তের হার শূন্য দশমিক ৫৫ শতাংশ। আজ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৯৪ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৮৭৯টি ল্যাবে তিন হাজার ৪৫৫টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা সংগ্রহ করা হয় তিন হাজার ৪৫৬ জন।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। দেশে করোনার ওমিক্রন ধরন শনাক্ত হয় গত বছরের ১১ ডিসেম্বর।

স্বাস্থ্য এর পাঠক প্রিয়