শিরোনাম
দেশে এখন পর্যন্ত টিকা এসেছে ৫ কোটি ৭০ লাখ ৮৫ হাজার ৮০ ডোজ। এর মধ্যে ৫ কোটি ২ লাখ ৪৫ হাজার ২৫৫ ডোজ টিকা দেওয়া হয়েছে। অর্থাৎ এই মুহূর্তে টিকা মজুত আছে ৬৮ লাখ ৩৯ হাজার ৮২৫ ডোজ।
এখন পর্যন্ত প্রথম ডোজ দেওয়া হয়েছে ৩ কোটি ৩৩ লাখ ২৫ হাজার ৭ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন এক কোটি ৬৯ লাখ ২০ হাজার ২৪৮ জন। আর আজ দুই ডোজ মিলিয়ে দেওয়া হয়েছে ৭ লাখ ৭১ হাজার ২৫৯ ডোজ টিকা। আর পুরো সেপ্টেম্বরে দেওয়া হয়েছে ২ কোটি ৩৭ লাখ ১০ হাজার ৪৪ ডোজ।
এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার এবং মডার্নার ভ্যাকসিন। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।
স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্য মতে, আজ অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ দেওয়া হয়েছে ৩৩ হাজার ৮৭৮ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ১২ হাজার ৪১২ জনকে।
পাশাপাশি আজ ফাইজারের প্রথম ডোজ দেওয়া হয়েছে ৭১১ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ১৮৩ জনকে।
এছাড়া সিনোফার্মের টিকা আজ প্রথম ডোজ নিয়েছেন এক লাখ ৬৪ হাজার ৩৫২ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন এক লাখ ৮ হাজার ৯৭০ জন।
মডার্নার টিকা আজ প্রথম ডোজ নিয়েছেন এক হাজার ৭৮৩ জন এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৮৩ হাজার ৭৩৫ জনকে।
এছাড়া এখন পর্যন্ত টিকার জন্য নিবন্ধন করেছেন ৪ কোটি ৯০ লাখ ৮৭ হাজার ৭২৮ জন।