শিরোনাম
শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। একই সময়ে ৮১ জনের করোনা শনাক্ত হয়েছে।
পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ০৯ শতাংশ।
দেশে এ পর্যন্ত ১৯ লাখ ৫১ হাজার ৬৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ১২২ জন।
এর আগের ২৪ ঘণ্টায়ও কেউ মারা যাননি এবং শনাক্তের হার ছিল শূন্য দশমিক ৭৮ শতাংশ। তবে গত বুধবার করোনায় ২ জন মারা গিয়েছিলেন।
আজ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় র্যাপিড অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ৭ হাজার ৪১৩টি নমুনা পরীক্ষায় ৮১ জনের করোনা শনাক্ত হয়েছে।
সূত্র: স্বাস্থ্য অধিদপ্তর ও দেশ রূপপান্তর