করোনায় গত ২৪ ঘণ্টায় মৃত্যু ২, শনাক্ত ৭২

ফানাম নিউজ
  ৩০ মার্চ ২০২২, ১৮:৫৭

গত ২৪ ঘণ্টায় সারাদেশে করোনায় নতুন শনাক্ত হয়েছে ৭২ জন; মৃত্যু হয়েছে আরও দুজনের। ৮ হাজারের বেশি নমুনা পরীক্ষা করে এই ৭২ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে শূন্য দশমিক ৮৯ শতাংশ।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

গত একদিনে আক্রান্ত, শনাক্তের হার এবং মৃত্যু- তিনটিই কিছুটা বেড়েছে। মঙ্গলবার ৬৯ জন রোগী শনাক্ত হয়েছিল, মৃত্যু হয়েছিল একজনের। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল শূন্য দশমিক ৭৫ শতাংশ।

নতুন রোগীদের নিয়ে মহামারির মধ্যে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ১৯ লাখ ৫১ হাজার ৫০৪ জন হয়েছে। মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ১২২ জনে।
 
গত ২৪ ঘণ্টায় শনাক্ত নতুন রোগীদের মধ্যে ৬১ জনই ছিলেন ঢাকা বিভাগের বাসিন্দা। আর তাদের মধ্যে ৫৮ জনই ঢাকা জেলার। দেশের ৫২ জেলায় নতুন কোনো রোগী শনাক্ত হয়নি।

মেহেরপুর ও সিরাজগঞ্জের যে দুই বাসিন্দার মৃত্যু হয়েছে, তাদের একজন নারী, অন্যজন পুরুষ। একজনের বয়স ছিল ৪১ থেকে ৫০ বছরের মধ্যে, অন্যজন সত্তরের বেশি।

সরকারি হিসাবে গত এক দিনে সেরে উঠেছেন আরও ৮৭৬ জন। তাদের নিয়ে এ পর্যন্ত ১৮ লাখ ৮০ হাজার ৪২০ জন সুস্থ হয়ে উঠলেন।

সূত্র: স্বাস্থ্য অধিদপ্তর ও দেশ রূপপান্তর

স্বাস্থ্য এর পাঠক প্রিয়