গণটিকা কার্যক্রম: প্রথম ডোজের পর দ্বিতীয় ডোজ ২৮ মার্চ

ফানাম নিউজ
  ০৭ মার্চ ২০২২, ১৭:৩৬

সারাবাংলাদেশ জুড়ে চলছে গণহারে টিকাদান। এই কার্যক্রমের আওতায় করোনা টিকার প্রথম ডোজ নেওয়াদের আগামী ২৮ মার্চ থেকে শুরু হবে দ্বিতীয় ডোজ দেওয়া। ৩ দিনব্যাপী এই কার্যক্রম চলবে ৩০ মার্চ পর্যন্ত।

সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের টিকা সংক্রান্ত এক জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক এসব কথা বলেন।

দেশের মোট জনসংখ্যার ৭০ শতাংশ জনগোষ্ঠীকে প্রথম ডোজ টিকার আওতায় আনতে 'একদিনে এক কোটি কোভিড-১৯ টিকাদান' কার্যক্রম হাতে নেয় সরকার।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী ২৮ মার্চ থেকে প্রথম ডোজ টিকা নেওয়াদের দ্বিতীয় ডোজ দেওয়া হবে। বিশেষ টিকা ক্যাম্পেইনে যারা প্রথম ডোজ নিয়েছেন, তারা যে কোনো কেন্দ্র থেকে দ্বিতীয় ডোজ টিকা নিতে পারবেন। এই কার্যক্রমে ২ কোটি ২৫ লাখ টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হবে।

মন্ত্রী বলেন, গত ২৬ ফেব্রুয়ারির আগ থেকে ধরে ৯ দিনে ৩ কোটির বেশি টিকা দেওয়া হয়েছে। এর মাধ্যমে দেশের ৭৫ ভাগ মানুষকে টিকা দেওয়া হয়েছে। আর এখন পর্যন্ত ২২ কোটি টিকা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, এ পর্যন্ত প্রায় ৪০ হাজার কোটি টাকা টিকা ক্রয় এবং দেওয়ার পেছনে খরচ হয়েছে। কিছু টিকা আমাদের বাড়তি আছে। এসব টিকা বিভিন্ন দেশকে উপহার হিসেবে দিয়ে দেব।

সূত্র: দেশ রূপান্তর

স্বাস্থ্য এর পাঠক প্রিয়