চট্টগ্রামে বেড়েছে শনাক্তের সংখ্যা

ফানাম নিউজ
  ০১ মার্চ ২০২২, ০৯:৪১

চট্টগ্রামে আরও  ৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে। মঙ্গলবার (১ মার্চ) সকাল ৮টা পর্যন্ত চট্টগ্রামে ১৩টি ল্যাবে এক হাজার ৮৮৪টি নমুনা পরীক্ষার পর এ ফলাফল পাওয়া যায়। পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২ দশমিক ৫০ শতাংশ। তবে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে নতুন কেউ মারা যায়নি। এ নিয়ে টানা ১৩ দিন মৃত্যুহীন দিন পার করেছে চট্টগ্রাম।

এর আগের দিন সোমবার (২৮ ফেব্রুয়ারি) এক হাজার ৫৮৫ জনের নমুনা পরীক্ষায় ২৯ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষার তুলনায় শনাক্তের হার ছিল ১ দশমিক ৮২ শতাংশ। জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা যায়। 

সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেন, মঙ্গলবার চট্টগ্রামে শনাক্তের ৪৭ জনের মধ্যে ৩৯ জন নগরীর এবং ৯ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। ১৫টি উপজেলার মধ্যে সাতকানিয়া ও বাঁশখালীতে একজন করে, ফটিকছড়িতে দুই জন ও মিরসরাইয়ে চার জনের করোনা শনাক্ত হয়।

উল্লেখ্য, চট্টগ্রামে এ পর্যন্ত এক লাখ ২৬ হাজার ৪৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে।  এরমধ্যে নগরীতে ৯১ হাজার ৯৬২ জন ও জেলার ১৫টি উপজেলায় ৩৪ হাজার ৪৮৫ জনের মধ্যে এ ভাইরাস শনাক্ত হয়েছে। করোনায় চট্টগ্রামে এক হাজার ৩৬২ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে নগরীতে ৭৩৪ জন ও জেলায়  ৬২৮ জন।

সূত্র: বাংলা ট্রিবিউন

স্বাস্থ্য এর পাঠক প্রিয়