শিরোনাম
বিএনপি যদি সত্যিই রাজনৈতিক দল হতো তবে তারা নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়ায় অংশ নিতো বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) চাঁদপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের একটি অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
দীপু মনি বলেন, বিএনপি সব কিছু নিয়েই লুকোচুরি করে। সব সময় ধোঁয়াশা তৈরি করা এবং ঘোলা পানিতে মাছ শিকার করাটাই তাদের কাজ।
শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি বলেন, বিএনপির একটাই কাজ নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করা। তাদের কাছে একটা নির্বাচনই গ্রহণযোগ্য হবে, যেটাতে তাদেরকে জয়ী ঘোষণা করা হবে। আর এটা তো গণতন্ত্র হতে পারে না।
শিক্ষামন্ত্রী বলেন, রাজনীতির নামে অপরাজনীতি চাই না। গণতন্ত্র যেভাবে এগিয়ে চলছে সেটি অব্যাহত থাকুক। এখন মানুষের অধিকার প্রতিষ্ঠিত হচ্ছে, জীবনযাত্রার মান উন্নত হচ্ছে। এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই সম্ভব।
সূত্র: আরটিভি