আচার্যকে ব্যবস্থা নেওয়ার অনুরোধ শাবির সাবেক শিক্ষার্থীদের 

ফানাম নিউজ
  ২৩ জানুয়ারি ২০২২, ১৩:১৬

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদ জানানোর পাশাপাশি ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগ দাবি করেছেন সাবেক শিক্ষার্থীরা। এ জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণে রাষ্ট্রপতি বরাবর আবেদন করেছেন তারা। শিক্ষার্থীদের স্বাক্ষরসহ লিখিত আবেদনটি ই-মেইলের মাধ্যমে পাঠানো হয়। 

আবেদনে সাবেক শিক্ষার্থীরা বলেন- গত ১৬ জানুয়ারি শাবিতে সাধারণ শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জ করে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অনাকাঙ্ক্ষিত ঘটনার দায়ভার উপাচার্য ও বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনোভাবে এড়াতে পারে না। উপাচার্যের উপস্থিতিতে শিক্ষার্থীদের ওপর নজিরবিহীন এ হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্ম হয়ে আমরাও উপাচার্যের পদত্যাগ দাবি করছি।

রাষ্ট্রপতিকে উপাচার্যের বিষয়ে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে শিক্ষার্থীরা আরও বলেন, আপনি (রাষ্ট্রপতি) অবগত আছেন যে , ন্যাক্কারজনক হামলার পরিপ্রেক্ষিতে উপাচার্যের অপসারণের দাবিতে শাবির সাধারণ শিক্ষার্থীরা প্রায় ৯ দিন ধরে আন্দোলন চালিয়ে আসছেন। সর্বশেষ চার দিনে ২৪ জন শিক্ষার্থীর আমরণ অনশন কর্মসূচি গণঅনশনে রূপ নিচ্ছে। উল্লেখ্য, আন্দোলনকারী ২৪ জনের মধ্যে অনেকেই এই মুহুূর্তে জীবন-মত্যুর সন্ধিক্ষণে অবস্থান করছে। তবে শত অনুরোধেও দাবি আদায়ের আগপর্যন্ত অনশন ভাঙবেন না তারা। এ অবস্থায় শিক্ষার্থীদের শারীরিক সুস্থতার কথা ভেবে আমরা উদ্বিগ্ন ও অসহায় বোধ করছি। উপাচার্যের পদত্যাগ নিশ্চিত করে বিষয়টির একটি সুষ্ঠু সুরাহা করার আবেদন জানাচ্ছি আমরা। 

কারণ একটি বিশ্ববিদ্যালয়ের প্রাণ তার শিক্ষার্থীরা। একজন উপাচার্য একটি বিশ্ববিদ্যালয়ের মুখ্য ব্যক্তি নন। তিনি ততক্ষণই উপাচার্য, যতক্ষণ তিনি শিক্ষার্থীদের আস্থায় থাকেন। যেহেতু শিক্ষার্থীরা উপাচার্যের অধীনে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে ইচ্ছুক নন, সেহেতু পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে তার (উপাচার্য) বিদায় নেওয়া দরকার।

সূত্র: বাংলা ট্রিবিউন