সাত কলেজের ভর্তি পরীক্ষা চলছে

ফানাম নিউজ
  ০৫ নভেম্বর ২০২১, ১০:৩৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১০টায় ভর্তি পরীক্ষা শুরু হয়। চলবে বেলা ১১টা পর্যন্ত।

এ ভর্তি পরীক্ষা অধিভুক্ত সাত কলেজের সাতটি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হচ্ছে। এবার সাত কলেজের বাণিজ্য ইউনিটে পাঁচ হাজার ৩১০ আসনের বিপরীতে আবেদন করেছেন ২৩ হাজার ৭০০ জন শিক্ষার্থী।

এদিকে, জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে পরিবহন ধর্মঘটের কারণে কেন্দ্রে পৌঁছাতে চরম ভোগান্তি পোহাতে হয়েছে শিক্ষার্থীদের। সিএনজি ও রিকশাযোগে কেন্দ্রে পৌঁছাতে কয়েকগুণ বেশি ভাড়া গুনতে হয়েছে তাদের।

ঢাকা কলেজ কেন্দ্রে সরেজমিন দেখা গেছে, পরীক্ষার্থীরা লাইন ধরে দাঁড়িয়ে কেন্দ্রে প্রবেশ করছেন। মুখে মাস্ক নিয়ে কেন্দ্রে প্রবেশ বাধ্যতামূলক করা হয়। এছাড়া প্রবেশের সময় শিক্ষার্থীদের হ্যান্ড স্যানিটাইজ করানো হয়।

জানা গেছে, আগামী ৬ নভেম্বর সাত কলেজের বিজ্ঞান ইউনিট এবং ১৩ নভেম্বর কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সূত্র: জাগো নিউজ