কোচিংয়ে না পড়লে ফেল করিয়ে দেওয়া অপরাধ : শিক্ষামন্ত্রী 

ফানাম নিউজ
  ২৫ আগস্ট ২০২২, ১৭:০০

কোচিংয়ে না পড়লে ফেল করিয়ে দেওয়া খুবই অনৈতিক ও অপরাধমূলক কাজ বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে প্রয়াত আওয়ামী লীগ নেত্রী আইভি রহমানের ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, কোচিংয়ের সমস্যা হলো একজন শিক্ষক ক্লাসে পড়িয়ে শিক্ষার্থীদের আবার তার কাছে কোচিংয়ে যেতে বাধ্য করেন। কোচিংয়ে না পড়লে শিক্ষার্থীদের প্রতি বৈষম্য করেন।

অন্যান্য দেশেও কিন্তু কোচিংয়ের ব্যবস্থা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমাদের ক্লাস সাইজগুলোও বেশি। ফলে সব শিক্ষার্থীর দিকে সমান নজর দেওয়া সম্ভব হয় না। এ কারণে কোচিংয়ের দরকার হতে পারে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাবেক উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। এতে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ সাংস্কৃতিক সম্পাদকের অসীম কুমার উকিল এমপি প্রমুখ।