শিরোনাম
সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বুলবুল আহমেদ হত্যায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সিলেটের জালালাবাদ থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন তিনজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৬ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসেন আরটিভি নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের পক্ষ্য থেকে বাদী হয়ে সিলেটের জালালাবাদ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার বি এম আশরাফ উল্লাহ তাহের সাংবাদিকদের বলেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসেন বাদী হয়ে সিলেটের জালালাবাদ থানায় গতকাল সোমবার রাতে মামলাটি দায়ের করেন। নিহত বুলবুলের বুকের বা-পাশে ছুরিঘাত করা হয়। এতে প্রচুর রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়।
এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে তিনজনকে আাটক করা হয়েছে। তারা সবাই বহিরাগত বলে জানান পুলিশ কর্মকর্তা।