এমপিওভুক্তি নিয়ে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

ফানাম নিউজ
  ০৫ জুন ২০২২, ১১:৫৪
আপডেট  : ০৫ জুন ২০২২, ১২:০১

নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত নিয়ে সুখবর দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

রোববার (৫ জুন) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির ঘোষণা দেওয়া হবে।

এ সময় চলতি বছর জেএসসি ও জেডিসি পরীক্ষা বলে না বলেও জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, এ স্তরের শিক্ষার্থীদের ক্লাস মূল্যায়ন করে সনদ দেয়া হবে।

এদিকে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত বছরের শেষ দিকে প্রায় ২ হাজারের বেশি নতুন শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্তির কাজ শুরু হয়।

এর মধ্যে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ের প্রায় এক হাজার ৭০০ শিক্ষাপ্রতিষ্ঠান, স্কুল অ্যান্ড কলেজ পর্যায়ের প্রায় ১৫০টি, উচ্চ মাধ্যমিক পর্যায়ের কলেজ প্রায় ১০০ এবং ডিগ্রি স্তরের কলেজ প্রায় ১০০টি রয়েছে।

সূত্র: আরটিভি